
আউটসোর্সিংয়ের কাজের খোঁজ থাকে, এমন সাইটে যিনি কাজটা করে দেন, তাঁকে বলা হয় কনট্রাকটর (তিনি কনট্রাক্টে কাজ করেন)।
আর যিনি কাজ দেন, তাঁকে বলে বায়ার/এমপ্লয়ার(তিনি কনট্রাক্টে কাজ দেন)।
যে ধরনের কাজ পাওয়া যায়: আউটসোর্সিং সাইট বাঅনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট,সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ওঅনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয়ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি।
আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইট হল
http://www.odesk.com, http://www.freelancer.com,http://www.elance.com, http://www.getacoder.com, http://www.guru.com,http://www.vworker.com, http://www.scriptlance.com
বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ওডেস্ক (odesk)। ২০১১ সালে সারা বিশ্বের মধ্যেআউটসোর্সিং কাজ করার ভিত্তিতে ওডেস্কে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ।অভিজ্ঞFreelancer রা Odesk সম্পর্কে অনেক কিছুই জানেন । কিন্তু যারা নতুন Freelancerতারা হয়ত অনেক কিছু জানেন না । Odesk সম্পর্কিত একটি বই নিয়ে আসলাম । এই বইটি তাদের অনেক কাজে আসবে বলে আমার মনে হয় ।
বইটির Download Link নিচে দেওয়া হল ।
আমি জানি যে
Digital It Solutions Team
তে Business Term ব্যবহার করা যাবে না । তার পরেও আপনাদের সুবিধার জন্য বলতে হচ্ছে ।
অনেকে আছেন জারা Odesk এ কাজ করতে আগ্রহি কিন্তু Odesk account 100% complete করতে পারছেন না তারা আমার সাথে সরাসরি contact করতে পারেন ।
আমি তাদের Odesk account 100% complete করিয়ে দিতে পারব ।
আমার সাথে সরাসরি contact করতে পারেন । Email এ আপনার মোবাইল নাম্বার , ইমেইল ও নাম উল্লেখ করবেন ,
০১৮৫৮৩১২৫৪৪
0 comments:
Post a Comment