অনেকেই আছেন যারা Freelancing পছন্দ করেন এবং করতে আগ্রহী । তাদের জন্য আজকে নিয়ে এলাম বাংলা ভাষায় Basic Odesk Learning…

নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে  কাজ করানোকে আউটসোর্সিং বলে। যাঁরা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সা রমানে হলো মুক্ত বা স্বাধীন পেশাজীবী।
আউটসোর্সিংয়ের কাজের খোঁজ থাকে, এমন সাইটে যিনি কাজটা করে দেন, তাঁকে বলা হয় কনট্রাকটর (তিনি কনট্রাক্টে কাজ করেন)।
আর যিনি কাজ দেন, তাঁকে বলে বায়ার/এমপ্লয়ার(তিনি কনট্রাক্টে কাজ দেন)।

যে ধরনের কাজ পাওয়া যায়: আউটসোর্সিং সাইট বাঅনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট,সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ওঅনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয়ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি।
আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইট হল
বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ওডেস্ক (odesk)। ২০১১ সালে সারা বিশ্বের মধ্যেআউটসোর্সিং কাজ করার ভিত্তিতে ওডেস্কে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ।অভিজ্ঞFreelancer রা Odesk সম্পর্কে অনেক কিছুই জানেন । কিন্তু যারা নতুন Freelancerতারা হয়ত অনেক কিছু জানেন না । Odesk সম্পর্কিত একটি বই নিয়ে আসলাম । এই বইটি তাদের অনেক কাজে আসবে বলে আমার মনে হয় ।
বইটির Download Link নিচে দেওয়া হল ।
আমি জানি যে 
Digital It Solutions Team
তে Business Term ব্যবহার করা যাবে না । তার পরেও আপনাদের সুবিধার জন্য বলতে হচ্ছে ।
অনেকে আছেন জারা Odesk এ কাজ করতে আগ্রহি কিন্তু Odesk account 100% complete করতে পারছেন না তারা আমার সাথে  সরাসরি contact করতে পারেন ।
আমি তাদের Odesk account 100% complete করিয়ে দিতে পারব ।
আমার সাথে সরাসরি contact করতে পারেন । Email এ আপনার  মোবাইল নাম্বার , ইমেইল ও  নাম উল্লেখ করবেন ,
০১৮৫৮৩১২৫৪৪
SHARE

Unknown

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment